২০১২/০৮/০৬

ফিরে দেখ অঞ্জনা - দেবাশিষ চৌধুরী

আর কতকাল করবি পুজা পাষাণ ঠাকুর অঞ্জনা
সে যে কেবল নিতে জানে দেয়ার বেলায় ঠনঠনা
দেখ না উঠে আসন ছেড়ে দাঁড়িয়ে রইছে বুলবুলা
সে যে আজো স্বপ্ন দেখে, পাষাণ তাকায় ফেলফেলা।

... আর কতদিন বাঁধবি মনে পাষাণ তুই অঞ্জনা
দেখনা ওই বোষ্টমী যায় বাজিয়ে হাতের খঞ্জনা
মুখের বোলে মধুর স্বরে প্রেমের নামটি কেষ্ঠরাধা
ম্লান হরি ঘুরে ফেরে, কোথায় আমার রাইসোনা।

আর কত কাল করবি রে তুই ভুল ফুলেতে ভুতপুজা
শিউলি মালা শুকিয়ে গেছে ঝরছে যেন বালি ঝড়া
আর কি রে তুই দেখবি না দিয়ে একটা গা ঝাড়া
ডাকছে ঘুঘু একলা দুপুর লাগছে কেমন বুক ফাঁকা।

আর কত জীবে পেলে শিবে ভাববি তুই শিব সর্বদা
মন পেতে তোর সাঁজছে কে ছাই মেখে হরভোলা
দেখিয়ে নাচ ওই নটরাজ চাইছে পেতে কোন অপর্না
চোখটি তুলে তাকালে কোনে দেখতে পাবি ঝর্না।

একবার যদি দেখতিস চেখে দুধের চেয়ে মিষ্টি সর
মানতি তুই মানতি রে ভূতি হতে চাইতিস অভাগার চর,
তোরে নিয়ে আমি চলে যাব ছেড়ে লাল-নীল এই শহর
ভালবাসার অর্থ ভুলে তাদের কাছে অর্থ মানে পহর।