২০১২/০৮/০৬

কখনো কখনো - দেবাশিষ চৌধুরী

কখনো কখনো একজনের চলে যাওয়া
হাজার জনের না থাকারও বেশী।

... কখনো কখনো একজন হয় পুরো দুনিয়া
তাহার না থাকা পোড়ায় বড় বেশী।

কখনো কখনো একজন ডুব দিতে চায় দরিয়া
শ্বাস নিতে চায়না, লাগায় দড়ি।

কখনো কখনো কথা গতর কাটে খুবলিয়া
যদি পরান কাঁদে তার লাগি।

কখনো কখনো মানুষ বসিয়া করে নস্টালজিয়া
যদি হয় দরদী, থাকে আবেগের বাড়াবাড়ি।

কখনো কখনো ব্যাথাগুলো যায় সরিয়া
যদি প্রিয়জনে পাশে দেখি।

কখনো কখনো মানুষ আঘাত করে কষিয়া
ইগোর খেলায় জিতিতে, দুর্বলতা খুঁজি।

সবগুলো দিক অতিক্রম করি আসিয়া
আমার এখনো সে 'কখনো' অতিক্রম হয়নি।