২০১২/০৮/০৬

রাত্রী - দেবাশিষ চৌধুরী


রাত্রী নেমে এলে কোন মোহিনীর ঘরে
আরো আরো কোমলতা অধরে আবাসে
রাত্রী বেড়ে গেলে মোহনের দুই চোখে
আরো প্রেম আরো তৃষা ঠোঁটে ফুটে উঠে।
... তীরে বাঁধা নৌকা নড়াচড়া শুরু করে
ছলাৎ ছলাৎ ঢেউ মিলনের তালে।
কালো জল সাদা জল এক হলে পরে
দুই নদীর মোহনায় তুফান উঠে
সৃষ্টি সুখের উল্লাসে মাতবে বলে
নিয়ত চক্র চলে চাঁদের আবাহনে।