সে আমায় জড়িয়ে ধরে
. . . কথায় কথায় লতায় পাতায়
সে আমার আবেশ বাড়ায়
. . . কায়ায় কায়ায় চোখের মায়ায়।
... তারে ছুঁতে গেলে লাগে বিষম
. . . তারে চাইতে গেলে লাগে ভ্রম
চেয়ো না চেয়ো না, আপনি দিবে
. . . যত রত্ন আছে তার মনে।
মন মানে না, একে তো কাঙাল
. . . না চাইলে ভাব তুমি মাকাল
সাধ জাগে ডাকাত সাঁজার
. . . চোরই যে পারে না হবার!
. . . কথায় কথায় লতায় পাতায়
সে আমার আবেশ বাড়ায়
. . . কায়ায় কায়ায় চোখের মায়ায়।
... তারে ছুঁতে গেলে লাগে বিষম
. . . তারে চাইতে গেলে লাগে ভ্রম
চেয়ো না চেয়ো না, আপনি দিবে
. . . যত রত্ন আছে তার মনে।
মন মানে না, একে তো কাঙাল
. . . না চাইলে ভাব তুমি মাকাল
সাধ জাগে ডাকাত সাঁজার
. . . চোরই যে পারে না হবার!